You have reached your daily news limit

Please log in to continue


টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ হচ্ছে মানুষের সারি

আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৪৭০ টাকায় পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল ও দুই লিটার ভোজ্যতেল কিনতে পেরেছেন আনিসুর রহমান। বাজারের চেয়ে কিছুটা কম দামে টিসিবির পণ্য হাতে পেয়ে ৫৩ বছর বয়সী আনিসুরের মুখে যেন কোটি টাকার হাসি। পেশায় চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার কলার আড়তের শ্রমিক তিনি। প্রতিদিন সকাল ও বিকেল দুই বেলা আড়তে কাজ করে ৬০০ টাকা আয় করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই আয়ে পাঁচজনের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। 

আনিসুর বলেন, ‘আলুটাও ৬০ টাকায় কিনতে হচ্ছে। কী দিন এলো! মাসে একবারও মাংস কপালে জোটে না। লইট্টা মাছ কিনতেও হিমশিম খাচ্ছি। জোড়াতালি দিয়ে কোনো রকম সংসারটা চালিয়ে নিচ্ছি।’ গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় টিসিবি ট্রাকের সামনে এভাবেই নিজের জীবনযুদ্ধের গল্প শোনান তিনি। 

নগরের ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর অফিস মোড়ে টিসিবি কম মূল্যে পণ্য বিক্রি করে। সেখানে  ট্রাকের পেছনে নারী ও পুরুষের দীর্ঘ সারি দেখা যায়। 

সেখানে কথা হয় টিসিবির পণ্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সাইরুল ইসলামের সঙ্গে। একটি প্রাইভেট কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে ২১ হাজার টাকা বেতনে চাকরি করেন। তিনি বলেন, ৯ হাজার টাকা বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুতে আরও ২ হাজার খরচ হয়। বাকি ১০ হাজার টাকা দিয়ে তিনজনের সংসার চালাতে এখন চোখমুখে ঝিঁ ঝিঁ পোকা দেখছি। বাজারে কোনো সবজি ৫০-৬০ টাকার নিচে নেই। তাই বাধ্য হয়েই টিসিবির লাইনে এসে দাঁড়িয়েছি। এখন জীবন বাঁচানোই মুখ্য। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন