ডাকাতিয়ার ভাঙনে ২০ ঘর বিলীন, হুমকিতে সহস্রাধিক পরিবার

বিডি নিউজ ২৪ চাঁদপুর সদর প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ২১:৫৯

চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীর ভাঙনে সম্প্রতি ২০টি বসতঘর বিলীন হয়েছে। এ ছাড়া নদীতে পানি কমায় নতুন করে ভাঙন হুমকিতে রয়েছে আরও সহস্রাধিক পরিবার।


এদিকে ভাঙন রোধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শুক্রবার মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।


ক্ষতিগ্রস্তরা জানান, এক যুগেরও বেশি সময় ধরে ডাকাতিয়া নদীর ভাঙনে বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলার ৪ নম্বর ওয়ার্ডের জমাদারবাড়ি, খানবাড়ি ও গাজীবাড়িসহ প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে।


গেল এক সপ্তাহে নদী তীরের ২০টি পরিবারের বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানান ভুক্তভোগী বিলকিস ও তাসলিমা বেগম।


বর্তমানে মসজিদ, মাদরাসা, বসতবাড়ি, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয়সহ সহস্রাধিক পরিবার ভাঙন হুমকিতে রয়েছে বলে জানান তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও