কুমিল্লায় কেমন আছেন ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন
একসময় কুমিল্লা ছিল ত্রিপুরার অংশ। বিশেষ করে কুমিল্লার লালমাই ও ময়নামতি পাহাড়ি এলাকাগুলো ছিল ত্রিপুরা সম্প্রদায় অধ্যুষিত। তবে কুমিল্লার ত্রিপুরাদের কাছে সেই সময় এখন অনেকটাই স্মৃতির মতো। কারণ, টিকে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হচ্ছে তাদের। ত্রিপুরাদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি তাদের ভাষা, পেশা ও সংস্কৃতিও এখন ঝুঁকির মুখে।
বুধবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর ত্রিপুরা পল্লি ঘুরে দেখা গেছে, নানা সংকট আর সমস্যায় দিন কাটছে ত্রিপুরাদের। তাদের প্রধান পেশা জুমচাষ হলেও এই পাহাড়ে জুমচাষের কোনো অস্তিত্ব নেই। বেঁচে থাকার লড়াইয়ে অনেক ত্রিপুরা এখন দিনমজুরের কাজ করছেন। নামে ত্রিপুরা পল্লি হলেও সালমানপুরে অন্য ধর্মের মানুষজনও বসতি গড়েছেন। বর্তমানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের চেষ্টা করছেন ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন।