ট্রাম্পের জয় বাংলাদেশকে চাপে ফেলবে কি

প্রথম আলো এ এন এম মুনীরুজ্জামান প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবারে ভূমিধস বিজয় পেয়েছেন। দেশটির ইতিহাসে এ রকম বিজয় খুব বিরল। ট্রাম্প শুধু দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেননি, সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। বলা চলে এবারের নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্প তাঁর একচ্ছত্র প্রভাব বিস্তার করার ক্ষমতাটা পেয়ে গেছেন।


এর ফলে যে ধরনের নীতিমালায় বিশ্বাস করে ট্রাম্প নির্বাচন করেছেন, সেটা বাস্তবায়ন করতে তাঁর কোনো ধরনের বাধা থাকছে না। ট্রাম্প প্রথমেই ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি বজায় রাখবেন। যুক্তরাষ্ট্রের স্বার্থ তিনি সর্বোপরি বজায় রাখবেন। অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি অভিবাসনের ওপর কড়াকড়ি নিয়মকানুন আরোপ করবেন। এমনও হতে পারে, যেসব অভিবাসীর কাগজপত্র ঠিক নেই, তাঁদেরকে দেশ ছেড়ে চলে যেতে তিনি বাধ্য করবেন। এ ছাড়া মেক্সিকো বা অন্য কোনো সীমান্ত দিয়ে কোনো অভিবাসী যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন, তার জন্য কড়া বন্দোবস্ত করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও