চীনে ঝুলন্ত ক্যাফেতে বসে কফি পানের রোমাঞ্চকর অভিজ্ঞতা

বণিক বার্তা প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৪

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের গ্রাম গুশি। সম্প্রতি এখানকার গুশি ক্লিফ কফি নামের ক্যাফে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ ক্যাফেটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০ মিটার ওপরে। সেখানে কাঠের বেঞ্চে বসে কফি পানের অভিজ্ঞতা নেন গ্রাহক। ক্যাফে থেকে তাইওয়ান প্রণালি ও মাৎসু দ্বীপপুঞ্জ দেখা যায়, যা অতিরিক্ত আকর্ষণ হিসেবে বিবেচিত। সম্প্রতি বেড়াতে আসা ৩০ বছর বয়সী ইয়ে কুনকুন ওই ঝুলন্ত ক্যাফেতে বসে কফির জন্য প্রায় ৫৬ ডলার খরচ করেন।


তিনি জানান, প্রথমে ভয় পেলেও পরে কোচের সহযোগিতায় রোমাঞ্চকর অভিজ্ঞতাটি উপভোগ করেন এবং দারুণ কিছু ছবি তোলেন। গুশি ক্লিফ কফি চীনের সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দর্শনার্থীরা নানা উপলক্ষ, যেমন জন্মদিন বা বাগদান এখানে উদযাপন করছেন। ক্যাফের মালিক জু কেতে জানান, সপ্তাহের সাধারণ দিনগুলোয় অন্তত ৫০ জন এবং সপ্তাহান্তে দ্বিগুণ দর্শনার্থী এখানে আসেন। ক্যাফের প্যাকেজে ৮০ মিনিটের ভ্রমণ নিরাপত্তা সরঞ্জাম, নির্দেশক কোচ, একটি পানীয় ও ছবি তোলার সুবিধা অন্তর্ভুক্ত।


এসব পরিষেবা নিতে কমপক্ষে একদিন আগে বুকিং দিতে হয়। তবে এ ধরনের অভিজ্ঞতাকে স্মরণীয় মনে করলেও দর্শনার্থীরা একে কিছুটা ব্যয়বহুল মনে করেন। ক্যাফেটির উদ্দেশ্য স্থানীয় পর্যটন বাড়ানো এবং চীনের গ্রামীণ পুনর্জাগরণ প্রচেষ্টায় অবদান রাখা। গুশি গ্রামটি একসময় অপরিচিত ছিল। এখানে ছিল প্রাচীন পাথরের ঘরের সারি। সাম্প্রতিক বছরগুলোয় ঋণভারাক্রান্ত স্থানীয় সরকার গ্রামীণ পর্যটন বাড়ানোর প্রচেষ্টায় এখানে চা ও কফি শপ, হোমস্টে ও ক্যাম্পিং সাইট স্থাপন করেছে। গুশি কফি ক্লিফের জন্য স্থানীয় সরকার প্রায় ২ লাখ ১০ হাজার ডলার অনুদান দিয়েছে। খবর ও ছবি সিএনএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও