ট্রাম্পের বিজয় একটি নতুন বিশ্বব্যবস্থা তৈরি করবে
ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার বিষয়টি এমনকি ২০১৬ সালে তার প্রথম বিজয়ের চেয়েও বেশি কিছু। এটি পরিবর্তনের একটি বিশেষ মুহূর্ত, যা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়, বাকি বিশ্বের জন্যও। কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত বিশ্বের জন্য অপরিহার্য ও নির্ভরযোগ্য একটি দেশ। কিন্তু তা আর থাকা হবে না। এমনকি একদিন তারা আমাদের (ইউরোপের) বিরুদ্ধেও দাঁড়াতে পারে।
ট্রাম্পের প্রত্যাবর্তন ১৯৪৫-পরবর্তী প্যাক্স আমেরিকানার কফিনে চূড়ান্ত পেরেকগুলোর একটি স্থাপন করবে বলে মনে হচ্ছে। বাস্তবে ভিয়েতনাম যুদ্ধের পর থেকেই সেই পুরোনো স্বাভাবিক অবস্থাটি ভেঙে যাচ্ছে। জর্জ ডব্লিউ বুশের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ এটির সমাধানের চেয়ে সমস্যা সৃষ্টি করেছিল বেশি। বারাক ওবামা এবং জো বাইডেন উভয়েই আমেরিকার ক্ষমতা প্রয়োগে অনিচ্ছুক ছিলেন, অতি সম্প্রতি এবং দুঃখজনকভাবে মধ্যপ্রাচ্যে। যদিও এ বাস্তবতা এখন আর গোপন নেই।