You have reached your daily news limit

Please log in to continue


সব গ্রাহককে একসঙ্গে টাকা দেওয়া অসম্ভব : বাংলাদেশ ব্যাংক

একযোগে বেশি গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না। কিছু গ্রাহকের আমানতের টাকা উত্তোলনের প্রয়োজন না হলেও তাঁরা টাকা তুলতে যাচ্ছেন। ফলে কিছু কিছু ব্যাংকের তারল্য সংকট তীব্র আকার ধারণ করেছে। অপ্রয়োজনে বা এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে রাখার প্রবণতা না কমলে সব গ্রাহকের টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি গতকাল কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মুখপাত্র বলেন, ‘গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছু নেই, সবাই তাঁর আমানতের টাকা ফেরত পাবেন। কিছুটা সময় লাগবে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়াতে।’

তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা আছে ব্যাংকগুলোকে ভালো অবস্থানে নিয়ে আসতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন