You have reached your daily news limit

Please log in to continue


আমিরকে হকিস্টিক নিয়ে তাড়া করেন মাধুরী

বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত ‘দিল’ ছবিতে প্রথম জুটি বাঁধেন। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। এরপর ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিতে জুটি বাঁধেন। কিন্তু ছবিটি বক্স অফিসে কোনো সাড়া ফেলতে পারেনি। 

আমির ও মাধুরী দুজনেই ভালো বন্ধু। কিন্তু তারপরও একসময় আমিরকে আঘাত করতে উদ্যত হন মাধুরী। অভিনেত্রীর হাতে তখন ছিল একটি হকিস্টিক, তা নিয়েই তেড়ে মারতে যান অভিনেতা আমিরকে। কিন্তু কেন?

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, পরিচালক ইন্দ্র কুমারের প্রথম ছবি ছিল ‘দিল’। এ ছবির শুটিংয়ের সময়েই আমিরের ওপর চটে যান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ফারহান আখতারের টক শোয়ে উপস্থিত হয়ে আমির এ ঘটনার নেপথ্যে কারণ ব্যাখ্যা করেন। আমির জানান, শুটিংয়ের ফাঁকেই মজা করে তিনি মাধুরীর হস্তরেখা বিচার করছিলেন। আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! তার পরেই হকিস্টিক নিয়ে আমিরকে তাড়া করেন অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন