স্থানীয় সরকারব্যবস্থার সংস্কারে কমিশন নয় কেন?
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে ১০টি সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনগুলোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে; অর্থাৎ এ কাজের জন্য সংশ্লিষ্ট কমিশনগুলো সময় পাবে তিন মাসেরও কম।
তবে ধারণা করা যায়, বিষয়ের গভীরে গিয়ে আনুষঙ্গিক তথ্য, উপাত্ত ও অংশীজনদের মতামতগুলো অনুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে ধারণ করে এসব প্রতিবেদন তৈরির জন্য এসময় খুবই সীমিত। আর সে কারণে কোনো কোনো কমিশনকে হয়তো শেষ পর্যন্ত সময় বৃদ্ধির আবেদনও জানাতে হতে পারে। দুর্নীতি দমনসংক্রান্ত কমিশন ইতোমধ্যে আগামী ৬ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে। তবে তিন মাসের মধ্যে না হলেও অন্তত চার মাসের মধ্যে সব প্রতিবেদনই তৈরি হয়ে যাবে বলে ধারণা করা চলে।