সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

জাগো নিউজ ২৪ দয়াল কুমার বড়ুয়া প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২১

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। তবে, এই সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র ও মাস্টারপ্ল্যান করছে কেউ কেউ। তারা বাংলাদেশের জনগণের আকাক্সক্ষার বাইরে গিয়ে বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ বছর বাংলাদেশে সাড়ে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে উসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও কেউ কেউ অপপ্রচারে লিপ্ত হয়েছে।


এবারের দুর্গাপূজা অনুষ্ঠানে পরিকল্পিত নাশকতা সৃষ্টি করে সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর উপর দায় চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার আশঙ্কা করা হয়েছিল। এ কারণে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, ছাত্র-জনতা এমনকি মাদরাসা শিক্ষক ও ছাত্রদেরও রাত জেগে পাহারা দিতে দেখা গেছে। ইতিপূর্বে ৫ আগস্টের বিপ্লবের পরও স্বার্থান্বেষি মহলের নাশকতা থেকে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও সম্পদ রক্ষায় ছাত্র-জনতা পাহারা বসিয়ে রক্ষা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও