ফ্যাসিবাদী শাসকের পতন হলেও ফ্যাসিবাদ যেভাবে থেকে যায়
ফ্যাসিবাদ কী? আমাদের সমাজে কি ফ্যাসিবাদ রয়েছে? বাংলাদেশের সমাজে ফ্যাসিবাদ কি ভবিষ্যতের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে? কেমন করে ফ্যাসিবাদকে প্রতিরোধ করা যায়? এই প্রশ্নগুলোকে সামনে রেখে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি নিয়ে আলোচনা খুব জরুরি।
সহজ করে লেখা যায়, ফ্যাসিবাদ হলো একটি চরম দক্ষিণপন্থী রাজনৈতিক আদর্শ। একজন ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদে বিশ্বাস করেন। নিজেকে ‘জাতীয়তাবাদী’ দাবি করেন। একনায়কতন্ত্রের প্রতি সমর্থন দেন। তিনি সামরিক শক্তির প্রতি অতিরিক্ত শ্রদ্ধা দেখান এবং ব্যক্তিস্বাধীনতার ওপর সামাজিক নিয়ন্ত্রণকে সমর্থন করেন।
একটা ফ্যাসিবাদী-ব্যবস্থায় সাধারণত একনায়ক বা একক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। ফ্যাসিস্ট সরকার দেশে বিক্ষোভ দমন এবং মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক বিরোধিতার অধিকার দমন করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করে। ফ্যাসিবাদের মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে রাষ্ট্রের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখা হয়। এখানে রাষ্ট্রের স্বার্থ মানেই কিন্তু জনগণের স্বার্থ নয়। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের স্বার্থ বলতে ক্ষমতায় থাকা একনায়ক ও তাঁর সমর্থক দলের সুবিধাভোগী অংশের স্বার্থকে বোঝানো হয়।
- ট্যাগ:
- মতামত
- ফ্যাসিবাদী