পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ১২ অক্টোবর ঢাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে বলেছিলেন, দুর্গাপূজার পর ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। কোনো অপকর্ম ঘটিয়ে কেউ পার পাবে না।
এরপর দুই সপ্তাহ পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, সাঁড়াশি অভিযানেরও কোনো আলামত নেই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে ঢাকা শহরের কোনো কোনো এলাকা অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে ঢাকার মোহাম্মদপুর এলাকার কথা উল্লেখ করা যায়।
পরিস্থিতি এতটাই নাজুক যে শনিবার মোহাম্মদপুর থানার সামনে শতাধিক মানুষ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন স্বাভাবিক হলো না, সেই প্রশ্নের জবাব পুলিশকে দিতে হবে। তাঁরা তিন দিন সময়ও বেঁধে দিয়েছেন।