গ্যাস খাতে সংকট সিন্ডিকেট ও অপচয়

www.ajkerpatrika.com অরুণ কর্মকার প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৭

আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট নতুন কোনো বিষয় নয়। দীর্ঘকাল ধরে এই সংকট চলে এসেছে। সংকটের কারণ প্রধানত চাহিদা ও সরবরাহের মধ্যকার ব্যবধানজনিত। অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ কম। আবার প্রতিবছর যে হারে চাহিদা বেড়েছে এবং বাড়ছে, সেই হারে সরবরাহ বাড়েনি কিংবা বাড়ছে না। বছরের পর বছর এই অবস্থা চলতে থাকায় গ্যাস-সংকট বলতে গেলে স্থায়ী রূপ নিয়েছে। এই সংকট থেকে শিগগির মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। 


অসম্ভব এই কারণে যে দেশের ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণের পরিমাণ ক্রমাগতভাবে কমে যাচ্ছে। স্বাভাবিক প্রাকৃতিক কারণেই এটা কমছে। কোনো গ্যাসক্ষেত্র থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলন করার ফলে ভূগর্ভে গ্যাসের যে আধার (রিজার্ভার) তার চাপ (প্রেশার) কমতে থাকে। ফলে উত্তোলনও কমতে থাকে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উন্নয়ন করে উৎপাদনে এনে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয়। উৎপাদনের হার ঠিক রাখতে হয়। কিন্তু বিগত সরকারের ভুল নীতির কারণে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ দীর্ঘদিন অবহেলিত ছিল। ফলে দেশের ক্ষেত্রগুলো থেকে প্রতিদিন ২৭৫ কোটি (২৭৫০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা কমতে কমতে এখন প্রতিদিন ২০০ থেকে ২১০ কোটি ঘনফুটে নেমে গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও