ছেলেদের ত্বকের যত্নে ৬ ধাপের স্কিন কেয়ার রুটিন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ১৮:৫৬
বেশিরভাগ ছেলেরাই নিজেদের ত্বক সম্পর্কে সচেতন নয়। ত্বকের যত্ন যে কেবল নারীরাই করবেন এমন নয়। ঘাম, ব্রণ, শুষ্ক ত্বকের সমস্যাগুলো কিন্তু নারী-পুরুষ উভয়েরই হতে পারে। ত্বকের ক্ষতি থেকে দূরে থাকতে এবং স্বাস্থ্যোজ্জ্বল ব্রণমুক্ত ত্বক পেতে চাইলে ৬ ধাপের মৌলিক যত্নের রুটিন মেনে চলতে হবে ছেলেদেরও।
১। দিনে দুইবার একটি মৃদু ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করবেন। ঘাম এবং দূষণের কারণে ত্বকের ছিদ্রে ময়লা জমে। এগুলো দূর করতে সাহায্য করবে ক্লিনজার।
২। সপ্তাহে দুইবার ত্বক এক্সফোলিয়েট করুন। এতে মৃত ত্বকের কোষগুলো দূর হয়। একটি মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করুন। নিস্তেজ ত্বক হবে উজ্জ্বল।
৩। টোনিং প্রক্রিয়াটি এড়িয়ে যেতে পারে্ তবে সিরাম ব্যবহার জরুরি। ভিটামিন সি বুস্টার সিরাম ব্যবহার করতে পারেন। এতে ত্বকের কালো দাগ, ছিদ্র দূর হবে এবং ত্বক সতেজ হবে।
- ট্যাগ:
- লাইফ
- ছেলেদের ত্বকের যত্ন