কক্সবাজারে কুতুবদিয়া উপজেলায় এক নারী ও তার মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে।
কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই এলাকার নুর আক্তার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) ও মেয়ে জারিয়া আক্তার (৬)।
তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতদের স্বজনের বরাতে ওসি বলেন, “বাড়ির গৃহকর্তা স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। পরে বাড়ি ফিরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরের দিকে যান।