রাজস্ব ঘাটতি ছাড়াল ২৫ হাজার কোটি টাকা
সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে শ্লথ হয়েছে অর্থনীতির গতি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের চিত্রেও একই সুর। তিন মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের তথ্য বলছে, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৯৬ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭০ হাজার ৯০৩ কোটি টাকা। এ সময় রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। এ সময় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি ৬.০৭ শতাংশ।
সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির মাত্র ২.০৩ শতাংশ। গত ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছিল ২৮ হাজার ৪২৬ কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরের একই মাসে আদায় হয়েছে ২৯ হাজার কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল থাকলে রাজস্ব আহরণ ভালো হয়।