প্রায় ৯৯ শতাংশ গ্র্যাজুয়েটরা এই গুরুত্বপূর্ণ স্কিলগুলো জানেন না

জাগো নিউজ ২৪ সাইফুল হোসেন প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১০:২৯

প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে চাকরির বাজারে প্রবেশ করছেন। তারা উচ্চতর ডিগ্রি অর্জন করলেও প্রায়শই দেখা যায়, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকেই প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারছেন না। কেন এই ব্যর্থতা? কারণ, তারা অনেক গুরুত্বপূর্ণ স্কিল ও বাস্তবতাকে উপেক্ষা করে শিক্ষাজীবন পার করেন, যা চাকরির বাজারে প্রবেশের পরে তাদের বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেয়। এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৯৯ শতাংশ গ্র্যাজুয়েট গুরুত্বপূর্ণ কিছু স্কিল জানেন না, যা তাদের সফল ক্যারিয়ারের জন্য অপরিহার্য। এই নিবন্ধে সেই ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে, যা নতুন গ্র্যাজুয়েটদের অবশ্যই জানতে ও শিখতে হবে।


১. পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট:


বাংলাদেশসহ পৃথিবীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দেওয়া হয় না। অনেক গ্র্যাজুয়েট ফাইন্যান্সের মতো বিষয়ে পড়াশোনা করলেও তা মূলত কর্পোরেট অর্থ ব্যবস্থাপনার দিকে বেশি মনোনিবেশ করে। ফলে ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ধারণা থাকে না। ‘ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ফিন্যান্সিয়াল অ্যাডুকেশন’র (NEFE) এক জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ তরুণ-তরুণী সঠিকভাবে পার্সোনাল ফাইন্যান্স পরিচালনা করতে অক্ষম, যা তাদের আর্থিক সংকটের দিকে ঠেলে দেয়। তাই গ্র্যাজুয়েটদের অর্থ ব্যবস্থাপনার দিকটি গুরুত্ব সহকারে শেখা দরকার, যাতে তারা ভবিষ্যতে নিজেদের আর্থিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও