তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৪:১০
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা পৃথক চার মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।
তারেক রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, মামলা বাতিলের আবেদনে হাইকোর্ট রুল জারি করেছিলেন। এখন রুল মঞ্জুর করে চারটি মামলার কার্যক্রম বাতিল করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।