এআই খাতে পথ দেখাচ্ছেন যে নারীরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২২:৫৭
সাম্প্রতিককালে আলোড়ন তোলা এআই প্রযুক্তি বিকাশে শুধু পুরুষদের একারই অবদান আছে, বিষয়টি মোটেও এমন নয়।
বেশ কিছুদিন ধরেই, যুগান্তকারী এ খাতে নারীদের অবদান তুলে ধরে ‘উইমেন ইন এআই’ নামের সিরিজ প্রতিবেদন প্রকাশ করে আসছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। এতে ৩০ জনের বেশি এমন নারীর কথা উঠে এসেছে, যারা এ খাতে পুরুষদের মতোই সমানতালে কাজ করে যাচ্ছেন। সেখান থেকে পাঁচ জনের কথা আছে এ প্রতিবেদনে।
ড. রেবেকা পোর্টনফ
অলাভজনক সংস্থা ‘থর্ন’-এর ডেটা সায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড. রেবেকা পোর্টনফ। সংস্থাটি এমন প্রযুক্তি বিকাশের কাজ করে, যা শিশুদের যৌন নিপীড়নের বিপরীতে সুরক্ষা দেয়।
প্রিন্সটন ইউনিভার্সিটি’তে পিএইচডি করার আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে’র কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তিনি। আর তিনি থর্ন-এ কাজ করছেন ২০১৬ সাল থেকে।