দুর্নীতিমুক্ত বাংলাদেশ: সম্ভাবনার নতুন দিগন্ত
বাংলাদেশে দুর্নীতি একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে প্রতিনিয়ত বিদ্যমান। প্রায় সকল আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশ বারবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে স্থান পায়। এ অবস্থায় দেশের প্রত্যেক নাগরিকের আকাঙ্ক্ষা থাকে একটি সুষ্ঠু, গণতান্ত্রিক সমাজের অংশীদার হওয়ার, যেখানে ন্যায়, সততা, এবং স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হয়। দুর্ভাগ্যবশত, ভিন্ন মতাদর্শ বা মতপার্থক্য থাকলেও তা গ্রহণ করার সক্ষমতা অনেকক্ষেত্রে দেখা যায় না, ফলে দুর্নীতির শেকড় আরো গভীরে প্রোথিত হয়।
বাংলাদেশে দুর্নীতির কারণগুলো বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। দুর্নীতির পেছনে রয়েছে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন কারণ, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
প্রথমত, রাজনৈতিক প্রভাব ও দুর্বল শাসনব্যবস্থা দুর্নীতির একটি প্রধান কারণ। রাজনৈতিক দল ও নেতারা ক্ষমতায় আসার পর ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ও দলের স্বার্থে প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। সরকারি প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণের ফলে জবাবদিহিতার অভাব দেখা যায়। প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক নিয়োগের ফলে সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এই প্রক্রিয়ায় দুর্নীতি সহনশীল হয়ে ওঠে এবং এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকে।