চুল বাঁধলেই মাথাব্যথা করে, কোনো রোগের লক্ষণ নয় তো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৪:১৪
অনেকেই চুল খোলা রাখতে পছন্দ করেন, তবে দূষণ ও গরমে চুল না বেঁধে যেন উপায় নেই। গরমে চুল বেঁধে রাখলে বেশ স্বস্তি মেলে। তবে চুল বাঁধলে আবার মাথার যন্ত্রণা শুরু হয় অনেকেরই। যারা এই সমস্যায় ভোগেন, তারাই জানেন এ যন্ত্রণা কেমন হয়। চিকিৎসা বিজ্ঞানেও এর ব্যাখ্যা আছে।
শক্ত করে চুল বাঁধলে মাথার যে যন্ত্রণা হয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ‘পনিটেইল হেডেক সিনড্রোম’। সবার ক্ষেত্রে এই সমস্যা হয় না, তবে অনেকেই এই যন্ত্রণা অনুভব করেন।