পল্লী বিদ্যুতের ৫৭ এলাকায় প্রায় তিন ঘণ্টা ব্ল্যাকআউট
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। চাকরিতে তাদের পুনর্বহালের দাবিতে জেলায় জেলায় ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আরইবির ৮০টি সমিতির অন্তত ৫৭টিতেই গতকাল দুপুর থেকে প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে সংশ্লিষ্ট সমিতির আওতাধীন গ্রাহকরা পড়েন চরম ভোগান্তিতে। কোনো কোনো জেলায় ৪-৬ ঘণ্টা পর্যন্ত ব্ল্যাকআউট ছিল বলে জানা গেছে। যদিও পরে সরকারের শীর্ষ মহল থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
গ্রীষ্মের এ সময়ে এমনিতেই পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যায় না। দিনের প্রায় সময়ই থাকে লোডশেডিং। এর মধ্যে সমিতির কর্মকর্তাদের ব্ল্যাকআউট কর্মসূচির কারণে গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাহত হয় উৎপাদন কার্যক্রম। সাধারণ মানুষের পাশাপাশি ওইসব এলাকার হাসপাতালগুলোয় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দুর্ভোগে পড়েন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পল্লী বিদ্যুৎ
- ব্ল্যাকআউট