মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস-এপিএসরাও বানিয়েছেন কোটি কোটি টাকা
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১০:২৮
আওয়ামী লীগের চার মেয়াদে শুধুমাত্র মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরাই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেননি, তাদের ব্যক্তিগত সচিব (পিএস) ও সহকারী ব্যক্তিগত সচিবরাও (এপিএস) বানিয়েছেন কোটি কোটি টাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন (সহকারী) জাহাঙ্গীর আলমের কথা কে না জানেন—যিনি ৪০০ কোটি টাকার মালিক বনেছেন। এ তথ্য হাসিনা নিজেই এক সংবাদ সম্মেলনে দিয়েছেন।
ক্ষমতার খুব কাছে থাকায় এই পিএস-এপিএসরা কোটি কোটি টাকা বানাতে পেরেছেন এবং সেগুলো ব্যবহার করে বিলাসবহুল গাড়ি-বাড়ি করেছেন।
একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ফোন কল ধরা, মিটিংয়ের সময়সূচির হিসাব রাখা কতটা লাভজনক হতে পারে তা এই পিএস-এপিএসরা গত ১৫ বছর ধরে উপভোগ করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- অনিয়ম-দুর্নীতি