দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরো ঘণীভূত হতে পারে এবং এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে।
তবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লঘুচাপটি উত্তর ভারতের দিকে চলে যাবে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে।”
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।
শনিবার যে লঘুচাপটি তৈরি হয়েছে, সেটি চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় লঘুচাপ।