ট্রাফিক ব্যবস্থাপনায় এবার অবসরপ্রাপ্ত সদস্যদেরও আনছে সরকার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৩
ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশের পাশপাশি শিক্ষার্থীরা যোগ দিলেও এবার আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এখন ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা ছাত্রদের কাজে লাগাচ্ছি। ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমাদের যারা অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাসদস্য, বিমানবাহিনী সদস্য, বিজিবি বা আনসার সদস্য রয়েছেন, যাদের ট্রাফিকে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশ তৈরি করা হবে।”
এদের সংখ্যা পাঁচশর মত হতে পারে বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রাফিক ব্যবস্থা
- অবসরপ্রাপ্ত