৩০ হাজার টাকার বাতি লাখ টাকা!

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৪০

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৩০ হাজার টাকা দামের প্রতিটি সোলার স্ট্রিট লাইট কেনা হয়েছে ১ লাখ ১৯ হাজার টাকায়। এতে করে একটি প্রকল্প থেকেই ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সদ্য অপসারিত মেয়র মুসলেম উদ্দিন ও তার ছোট ভাই সাবেক মেয়র আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে।


জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে করিমগঞ্জ পৌর এলাকায় গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানো প্রকল্পের আওতায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের জন্য ১ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।


যেখানে প্রতিটি সোলার লাইটের মূল্য দেখানো হয় ১ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ দামে কেনা হয় ১১২টি সোলার স্ট্রিট লাইট। কিন্তু পিলারসহ প্রতিটি সোলার ডাবল স্ট্রিট লাইটের সর্বোচ্চ বাজার মূল্য ৩৫ হাজার টাকা। আর সিঙ্গেল স্ট্রিট লাইটের বাজার মূল্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও