You have reached your daily news limit

Please log in to continue


এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বিরুদ্ধে লড়াই করতে হবে : মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেছেন, এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা আছে। প্রেতাত্মাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সংবাদপত্র যেন সত্য কথা তুলে ধরতে পারে সে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে।

আজ ‍শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী। পরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এবং নীলফামারী ও সৈয়দপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দর থেকে আবু সাঈদের কবর জেয়ারত করতে পীরগঞ্জের জাফর পাড়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দৈনিক খোলা কাগজের প্রেস পরিদর্শন করেন তিনি।

 মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের গণমাধ্যম কর্পোরেট গণমাধ্যম। যতদিন গণমাধ্যম কর্পোরেটের অধীনে থাকবে ততদিন স্বাধীন হবে না।   বাংলাদেশের গণমাধ্যম কর্পোরেট মুক্ত হওয়া উচিত। 

সংবিধান সংশোধনের ব্যাপারে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধনের মেন্ডেড নাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন