একটা পাকা চুল টেনে তুললে কি অনেকগুলো গজায়?

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১৫:১১

পাকা চুল টেনে তুললে অনেক চুল একসঙ্গে পাকা হয়ে যাবে — এই ধারণা বেশ পুরোনো। অনেকেই এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন যে, একবার পাকা চুল উঠিয়ে ফেললে তার জায়গায় আরও বেশি পাকা চুল গজাবে। তবে বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে, এই ধারণাটি আসলে একটি মিথ।


একটি চুলের ফলিকল, একটি চুল:


আমাদের মাথায় প্রতিটি চুল একটি নির্দিষ্ট ফলিকল (চুলের শিকড়) থেকে গজায়। যখন একটি পাকা চুল উঠিয়ে ফেলা হয়, সেটি সেই ফলিকল থেকেই গজাবে, আর একাধিক চুল হঠাৎ করে গজানো সম্ভব নয়। তাই একাধিক চুল গজানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও