গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলো করতেই হবে

প্রথম আলো সৌমিত জয়দ্বীপ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ১১:৩৫

অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সংস্কার অভিমুখে যাত্রা করেছে। এ লক্ষ্যে ছয়টি কমিশন গঠিত হয়েছে এবং প্রতিটি কমিশনই খুব গুরুত্বপূর্ণ। তবে সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কারের সঙ্গে যুক্ত দুটি কমিশনের দিকে নজর থাকবে বেশি। কেননা নিরঙ্কুশ সংসদীয় ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের এ দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে বিগত সরকারগুলো এতটাই যথেচ্ছভাবে ব্যবহার করেছে যে এগুলোর সংস্কার ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা অসম্ভব।


নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেন প্রয়োজন


‘কী প্রয়োজন’ জানার আগে জানতে হয় তা ‘কেন প্রয়োজন’। সমস্যা চিহ্নিত করতে পারলে, ফ্রেমওয়ার্ক ধরে সমাধানে পৌঁছানো সহজ হয়। অভিজ্ঞতা বলে, বাংলাদেশে সমস্যাটির নাম ‘নিরঙ্কুশ ক্ষমতাজনিত অগণতান্ত্রিকতা’। স্বাধীনতার পর যারাই নিরঙ্কুশ ক্ষমতা ‘উপভোগ’ করেছে, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে নিয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও