![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-09%252F06hi298o%252FgazawarAFP.jpg%3Frect%3D9%252C0%252C941%252C627%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
আদতে গাজায় মানুষ মারছে যুক্তরাষ্ট্র
‘কোনো প্রশাসনই ইসরায়েলকে আমার চেয়ে বেশি সহায়তা করেনি। কেউ না, কেউই না’—সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেছেন। তিনি যখন এ কথা বলছিলেন, তখন গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ দ্বিতীয় বছরে পা রেখেছে।
তিনি যখন এই মন্তব্য করছিলেন, তখন গাজায় নিহতের সংখ্যা প্রায় অর্ধলাখে পৌঁছে গেছে, যাঁদের বেশির ভাগই নারী ও শিশু। নিজেকে ‘জায়নবাদী’ হিসেবে প্রকাশ্যে ঘোষণা দেওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন অবশ্য ভুল কিছু বলেননি।
এটি সত্য, পূর্ববর্তী সব মার্কিন প্রশাসন ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে এসেছে।
তবে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে তেল আবিবের যুদ্ধাপরাধকে সমর্থন করেছেন। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক মদদ শুধু বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে দীর্ঘতম রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যেতে সহায়তাই করেনি, বরং তা সংঘাতটিকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ছড়িয়েও দিয়েছে।
- ট্যাগ:
- মতামত
- গাজা
- গাজায় মানুষ হত্যা