বন্যায় ৮ মৃত্যু, তিন জেলায় ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ২২:৪৪
কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ২৯০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।
এর মধ্যে বন্যায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই শেরপুর জেলার।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে বন্যা সম্পর্কিত নিয়মিত প্রতিবেদনে বলেছে, তিন জেলার ১৩ উপজেলার ৭২টি ইউনিয়নের ৬৭ হাজার ৫২০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। জেলাগুলোতে মোট ১২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে ১ হাজার ৫১৭ জন মানুষ ও ৯৪৮টি গবাদিপশু আশ্রয় নিয়েছে।