চোখ বন্ধ করলেই সেই দিনের ঘটনা ভেসে ওঠে: ট্রাম্পের সমাবেশে নিহত ব্যক্তির স্ত্রী
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক বাহিনীর সাবেক প্রধান কোরি কমপারেটোর। তাঁর স্ত্রী সম্প্রতি বিবিসিকে বলেছেন, নিরাপত্তা ব্যর্থতার কারণে তাঁর স্বামী নিহত হওয়ার ঘটনায় তিনি চরমভাবে ক্ষুব্ধ।
ওই সমাবেশে পাশের একটি ভবনের ছাদ থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিলেন ২০ বছর বয়সী টমাস ক্রুকস। গুলি থেকে পরিবারের সদস্যদের বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন কোরি কমপারেটোর। এতে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
কোরি কমপারেটোরের স্ত্রী হেলেন কমপারেটোর জানান, তিনি ওই দিনের ঘটনাগুলো মনে ফিরে আসা এখনো বন্ধ করতে পারেননি। তিনি বলেন, ‘চোখ বন্ধ করলেই ওই দিনের ঘটনা আমার ফিরে ফিরে মনে পড়ছে। আমি ক্রুদ্ধ। কারণ, সেই দিন অনেক ভুল করা হয়েছিল। এমনটি ঘটার কোনো দরকার ছিল না।’