যুদ্ধের মূল্য দিচ্ছে ইসরায়েল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৩
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল। দীর্ঘ সময় ধরে যুদ্ধ বিস্তৃত হওয়ায় গত মাসের শেষের দিকে ইসরায়েলের ক্রেডিট রেটিং নেমে গেলে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ তাঁর দেশের অর্থনীতির চাপের কথা স্বীকার করেন।
গাজা যুদ্ধের রেশ না কাটতেই গত মাসে নতুন করে লেবাননে হামলে পড়ে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে আইডিএফ। ওই হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর বেজালেল স্মতরিচ বলেন, ইসরায়েলের অর্থনীতি দেশের ইতিহাসের দীর্ঘতম ও সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে।