শেষ মুহূর্তে বিল পাস, যুক্তরাষ্ট্রে অচলাবস্থার শঙ্কা কাটল

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার (শাটডাউন) যে শঙ্কা দেখা দিয়েছিল তা অবশেষে কাটল।


শুক্রবার মধ্যরাতে সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার ৩৮ মিনিট বাদে রাষ্ট্রীয় অর্থ বিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে।


রয়টার্স লিখেছে, বিলটি এখন হোয়াইট হাউজে পাঠানো হবে, যেখানে প্রেসিডেন্ট জো বাইডেন সই করার পর তা আইনে পরিণত হবে।


এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সর্বসম্মতি ক্রমে বিলটি পাস হয়।


যদিও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-সমর্থিত বিলটি বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়। সেদিন ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকাদের অনেকেই বিলটির বিপক্ষে ভোট দেন। তাতে শনিবার থেকে দেশটির সরকারের শাটডাউনের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছিল।


আর সেটি হলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি ব্যাহত হতো। সরকারের বিভিন্ন বিভাগে যেমন অচলাবস্থা দেখা দিত, তেমনই বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়ে আসন্ন বড়দিনের ভ্রমণ ব্যাহত হতে পারতো। তাছাড়া ২০ লাখের বেশি সরকারি কর্মীর বেতন-ভাতা আটকে যেত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও