সিরিয়ায় পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রীর পদে বিদ্রোহীরা, ১৪ মন্ত্রীর সবাই শারার ঘনিষ্ঠ
সিরিয়ার নতুন শাসক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের সপ্তাহ দুয়েক পর আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসেবে বিদ্রোহীরা এই উদ্যোগ নিয়েছে।
সানার প্রতিবেদনের তথ্য, ক্ষমতাসীন জেনারেল কমান্ড গতকাল শনিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল-সিবানির নাম ঘোষণা করেছে।
নতুন প্রশাসনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিদ্রোহী
- সিরিয়া বিদ্রোহী