আমেরিকায় উজ্জ্বল, দেশে কিছুটা ম্লান

www.ajkerpatrika.com মোনায়েম সরকার প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৯

ক্ষমতা গ্রহণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই দেশের ভেতর নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। তবে ব্যক্তিগতভাবে ড. ইউনূস আমেরিকা জয় করে এসেছেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমেরিকা গিয়ে ড. ইউনূস সে দেশের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের কাছে যে খাতির-সমাদর পেয়েছেন তার তুলনা হয় না।


সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তাঁর। এইসব দেখা-সাক্ষাৎ ও আলাপ-আলোচনা থেকে এটা স্পষ্ট হয়েছে যে ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের হাসিনা-পরবর্তী বর্তমান সরকারের প্রতি পশ্চিমি দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে ভবিষ্যতে। এটা সুখবর বৈকি!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও