![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/10/03/972cc465c17bf891648a0f2ff9b81ccb-66fec10555c66.jpg)
আশুগঞ্জে বিস্ফোরক মামলার আসামিকে ছেড়ে দিল পুলিশ, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাদীর অনাপত্তিতে বিস্ফোরক আইনের মামলার আসামি রোমান মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী সদস্যরা ওই মামলায় গতকাল বুধবার দিবাগত রাতে আটক করে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় জেলার আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে রোমান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। রোমান গত ২০ আগস্ট আশুগঞ্জ থানায় হওয়া একটি মামলার ৬ নম্বর আসামি।