কম্পিউটারের বিকিকিনি স্বাভাবিক
প্রথম আলো
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১২:৪৮
দেশের বিভিন্ন কম্পিউটারবাজারে গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও কম্পিউটার যন্ত্রাংশের দরদাম প্রায় একই রকম রয়েছে। ফলে কম্পিউটার যন্ত্রাংশের দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি বা কমেনি। বিক্রেতারা জানিয়েছেন, এ সপ্তাহে খুচরা যন্ত্রাংশের পাশাপাশি কম্পিউটার বিক্রির পরিমাণ স্বাভাবিক রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটারবাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।