আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
বণিক বার্তা
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম। আগের দিন ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছার পর গতকাল স্পট মার্কেটে প্রতি আউন্স বিক্রি হয়েছে ২ হাজার ৬২৫ ডলার ৫২ সেন্টে। অন্যদিকে ফিউচার মার্কেটে দশমিক ১ শতাংশ দাম কমে ২ হাজার ৬৫০ ডলার ৩০ সেন্টে নেমে যায়। এর আগে গত সোমবার ২ হাজার ৬৩৫ ডলার ২৯ সেন্টে পৌঁছেছিল মূল্যবান ধাতুটির দাম। খবর বিজনেস টাইমস।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তারা গত সোমবার আগামী বছর নাগাদ আরো সুদহার কর্তনের কথা জানিয়েছেন। তাদের মন্তব্যের পরই ঊর্ধ্বমুখী হয় স্বর্ণের বাজার। সাড়ে তিন বছরের বেশি সময় পর গত বুধবার ৫০ বেসিস পয়েন্ট সুদহার কমিয়েছে ফেড।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- স্বর্ণের দাম