ভালো বক্তা হতে হলে

ডেইলি স্টার প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

আজকাল খুব বেকায়দায় না পড়লে আলোচনা শুনতে চায় না কেউ। গুরুত্বপূর্ণ বিষয় হলে অনীহা নিয়েই যেতে হয়। কানকে রীতিমত অনুরোধ করতে হয় কথা শোনার জন্য। শ্রোতা কী ই বা করবেন, বক্তা যদি মনোযোগ ধরে রাখতে না পারেন? কোথাও বক্তব্য দেওয়ার আগে কিছু বিষয় মেনে চললে শ্রোতার সঙ্গে আপনারও সুবিধা হবে। 


সাদামাটা ভূমিকা নয়, গল্প দিয়ে শুরু করুন


মনে করুন, আপনি বসে আছেন একটি কনফারেন্স রুমে। যেখানে একেকজন বক্তা দেশের চলমান পরিস্থিতিতে 'ফ্যাক্ট চেকিং' নিয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয় উপস্থাপন করবেন একেক করে। শুরুতেই এক উপস্থাপক এসে নিজের পরিচয় দিলেন, উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানালেন। তারপর ফ্যাক্ট চেকিং কী, কেন গুরুত্বপূর্ণ, ফ্যাক্ট চেক না করলে কী কী ক্ষতি হয় তা উল্লেখ করে এটির নানাদিক নিয়ে কথা বলতে থাকলেন একনাগারে।



অন্যদিকে আরেকজন বক্তা এসে প্রথমেই বলে বসলেন, বিখ্যাত একজন ব্যক্তি মারা গেছেন একটু আগে। আপনি শোনামাত্রই নড়েচড়ে বসলেন। সংবাদটি সত্য কিনা তা যাচাই না করেই বিশ্বাস করে বসলেন তো বোকা বনে গেলেন। এটিই হলো ফ্যাক্ট চেকিং নামক খেলা।


আপনি বলুন এবার, কোনটি আপনার মনোযোগ কাড়বে? সাধারণ কথাবার্তা দিয়ে বক্তব্য শুরু না করে, একটু ভিন্ন তরিকায় হেঁটে দেখুন তাহলে। শ্রোতা মনোযোগ না দিয়ে পালাবে কোথায়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও