হাঁটতে চাই নিরাপদে সুপরিবেশে

www.ajkerpatrika.com মৃত্যুঞ্জয় রায় প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮

বয়স চল্লিশ পেরিয়ে ডাক্তারের কাছে গেলে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, রোজ হাঁটেন তো? কতক্ষণ হাঁটেন? অধিকাংশ ডাক্তার বোধ হয় ধরেই নেন, ভাত খাওয়া বাঙালিদের ডায়াবেটিস থাকবে না তো কার থাকবে? কোলেস্টেরল বেশি হবে না তো কী হবে? তাতেও সমস্যা ছিল না, যদি আমরা দুই বেলা ভাত খেয়ে এক বেলা হাঁটতাম।


সময়ের অজুহাত তো আছেই, তারপর খুঁজতে হয়, হাঁটব কোথায়? শহরে হাঁটার অপশন আমাদের হাতে খুব বেশি নেই। প্রথমত পার্ক, মাঠ বা জলাশয়ের ধারে হাঁটা এবং দ্বিতীয়ত স্বল্প দূরত্বে যেতে হলে ফুটপাত দিয়ে হাঁটা। শহরের এ দুটো স্থানই ধীরে ধীরে সংকুচিত ও অনিরাপদ হয়ে উঠছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও