রাজনীতিতে নতুন কিছু, নাকি পুরোনো ধারা

www.ajkerpatrika.com বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশে সরকার পরিবর্তন হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া বা দেশত্যাগের মধ্য দিয়ে ১৫ বছরের বেশি সময় ধরে চলে আসা আওয়ামী স্বৈরশাসনের অবসান ঘটে। কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতার এক দফার আন্দোলনে পরিণত হওয়ার একপর্যায়ে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেও শেষরক্ষা হয়নি হাসিনা সরকারের। এক দফার আন্দোলন এতটাই তুঙ্গে ওঠে যে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।


আমাদের দেশে অতীতে একাধিক আন্দোলন ও গণ-অভ্যুত্থান সংঘটিত হলেও এবারের অভ্যুত্থান নানা কারণে ব্যতিক্রমী। সরকারপ্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনা এবারই প্রথম ঘটেছে। এত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ সরকারের পতন হবে, এটা অনেকেরই ভাবনায় ছিল না। নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ হলে নিয়মের বাইরেই সেটা ঘটে। হাসিনার ক্ষেত্রে তা–ই হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়ে যাঁদের অতিরিক্ত আস্থা ছিল, যাঁরা ভাবতেন, যেকোনো সংকট উত্তরণের উপায় শেখ হাসিনার ঝুলিতে মজুত থাকে, তাঁরা এবার হতাশ হয়েছেন। কৌশল যে রাজনীতির খেলায় সব সময় জয়টীকা পরিয়ে দিতে পারে না, সেটা এবার প্রমাণ হয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও