আপনারও কি জিবে জ্বালাপোড়া করে?

প্রথম আলো প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭

বার্নিং মাউথ সিনড্রোম খুবই অস্বস্তিকর রোগ।


বলা হয়, জনসংখ্যার ২ শতাংশের বেশি মানুষ, বিশেষ করে নারীরা এতে ভুগছেন। এ রোগে মূলত জিব এবং কারও কারও মাড়ি, ঠোঁট, গালের ভেতর, তালু বা মুখের বড় অংশজুড়ে জ্বালাপোড়া করে।


সামান্য মসলাযুক্ত বা ঝালজাতীয় খাবারেও কষ্ট হয়। গরম পানীয়, যেমন চা-কফি খেলে মুখ পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়। সঙ্গে মুখের স্বাদে পরিবর্তন, যেমন তিতা বা ধাতব স্বাদ; মুখ শুষ্ক হয়ে আসা, বারবার পিপাসা লাগা, জিবের অসাড়তা দেখা দেওয়া ইত্যাদি ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও