আশুলিয়ার অধিকাংশ কারখানা খোলা, বিক্ষোভে ৪০টিতে ছুটি
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে স্বস্তি ফেরায় আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা।
তবে দাবি মেনে না নেওয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ৪০টি কারখানা ছুটি ঘোষণা করলেও দুপুর পর্যন্ত কোনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার শিল্পাঞ্চলের জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা প্রবেশ করছেন। আর কিছু কারখানা এখনও খোলেনি। ফটকে বন্ধের নোটিশ সাঁটানোই রয়েছে।