হাতে নেই ব্যাট, চোখ নয় কার্টুনে, অবসরে কোডিং করছে কচিকাচারা, ভাইরাল ভিডিয়ো
eisamay.com
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০
ছেলেবেলায় আমাদের অবসর সময় কাটত ছবি এঁকে বা নাচ-গান করে। কেউ আবার ছুটির দিনে হাতের কাজ করতেই ভালোবাসতেন। অনেকের আবার ছিল গল্পের বই পড়ার নেশা। কেউ ক্রিকেট ব্যাট হাতে নিয়েই মাঠে চলে যেত। এই ভাবেই ছেলেবেলায় অবসর যাপন হত আমাদের। তবে বদলে গিয়েছে সময়।
এখনকার ছেলেমেয়েদের মাঠে-ঘাটে কম দেখা যায়। হাতে বই দেখার তো কোনও প্রশ্নই ওঠে না। বরং মোবাইল, ট্যাবলেটেই হয়ে যায় তাদের বই পড়া। এখন বর্তমান প্রজন্ম খেলাধুলো ছেড়ে টেকনোলজি নিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করে। সম্প্রতি তারই নজির দেখা গেল সোশ্যাল মাধ্যমে।