এক চাকায় ১২৫ মাইল গতিতে চালালেন মোটরসাইকেল
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৯
সুইডেনের ম্যাগনুস কার্লসন। তিনি একজন পেশাদার স্টান্ট রাইডার। মোটরসাইকেল নিয়ে নানা কসরত করাই তাঁর কাজ। এ কাজ করতে করতেই তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
অনেকে মোটরসাইকেল নিয়ে নানা রকম কসরত করতে পছন্দ করেন। যদিও এ কাজ খুবই বিপজ্জনক এবং এতে হতাহত হওয়ার ঝুঁকিও থাকে। এরপরও কেউ কেউ এই কসরত দেখানোকে পেশা হিসেবে বেছে নেন। এমনই একজন ৫১ বছর বয়সী কার্লসন।