স্বপ্নে পাওয়া নম্বরে টিকিট কিনে জিতলেন লটারি
ঘুমের মধ্যে মানুষ কত স্বপ্নই না দেখে। কখনো সে স্বপ্ন মধুময় মনে হয়, কখনো দুঃস্বপ্ন। কিছু স্বপ্ন তো একবারেই অর্থহীন হয়। বেশির ভাগ সময় মানুষ কী স্বপ্ন দেখেছে, তার বিস্তারিত ঠিকঠাকমতো মনে করতে পারে না। খুঁটিনাটি অনেক প্রশ্নের উত্তর তার কাছে থাকে না। সব ভাসা–ভাসা, আবছা। কিন্তু যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নারী ঘুমের ঘোরে দেখা স্বপ্ন নিখুঁতভাবে মনে রাখতে পেরেছেন বলে দাবি করেছেন।
প্রিন্স জর্জ কাউন্টির বাসিন্দা ওই নারী গত মাসে স্বপ্নে কতগুলো সংখ্যা দেখেছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পরও তাঁর মাথায় সংখ্যাগুলো ঘুরপাক খেতে থাকে। কেন তিনি স্বপ্নে ধারাবাহিক ওই সংখ্যাগুলো দেখতে পেলেন, সেটা তাঁকে ভাবিয়ে তোলে।
ওই নারী স্বপ্নে যেসব সংখ্যা দেখেছেন, সেগুলো ছিল ৯-৯-০-০-০, শেষে পর্যন্ত স্বপ্নে দেখা সংখ্যা মিলিয়ে তিনি একটি পিক-৫ লটারির টিকিট কেনেন। মেরিল্যান্ডের অক্সন হিলের জিপ ইন মার্ট থেকে তিনি ওই লটারির টিকিট কিনেছিলেন। যুক্তরাষ্ট্র এবং কানাডায় পিক-৫ লটারি বেশ জনপ্রিয়।
লটারিজয়ী ওই নারী পরে মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে বলেন, ‘আমরা দেরি করে ফেলেছিলাম এবং আমি খেলার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম, আমাকে শুধু আমার স্বপ্নে পাওয়া নম্বরগুলোতে খেলতে হবে।’
- ট্যাগ:
- জটিল
- লটারি বিজয়ী
- বিচিত্র অভিজ্ঞতা