You have reached your daily news limit

Please log in to continue


ঐতিহ্যের টানে ৪০০ বছরের পুরোনো সানোড়ার মেলায়

সানোড়ার মেলা! শুধু মেলা নয়, যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত কাব্য। ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বটতলা যেন জেগে উঠেছে এক রঙিন স্বপ্নে। এই স্বপ্ন পৌষ সংক্রান্তির, এই স্বপ্ন মেলার। মকর সংক্রান্তির প্রাচীন আয়োজনের অংশ হিসেবে বটতলার এই মেলা বহু বছর ধরে বয়ে আনে বাঙালির ঐতিহ্যের সুর। এদিন আশেপাশের দু'চার গ্রামের মানুষ বের হয় যেন শুধু কেনাকাটার উদ্দেশ্যে নয়-বের হয় মাটির গন্ধ মাখা এক চিরায়ত ঐতিহ্যের টানে।

প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই মেলার প্রস্তুতি শুরু হয়। সকাল থেকেই বটতলার বিশাল বটগাছগুলোর ছায়ায় জমে ওঠে মেলা। মেলার প্রধান আকর্ষণ গ্রামীণ হস্তশিল্পের পসরা। কামার-কুমারদের তৈরি দা, বটি, মাটির পাত্র, বাঁশ-বেতের সামগ্রী-সবকিছুই পাওয়া যায় এখানে। এছাড়া খই, বিন্নি, বাতাসা, চিনির খেলনা, ভাজা পেঁয়াজু, চানাচুর, বাদামসহ নানা পিঠা-পুলির স্টল মেলায় ভোজনরসিকদের তৃপ্ত করে।

বটতলার এই মেলা এক দিনের হলেও, এর প্রস্তুতি যেন সপ্তাহব্যাপী। সকালের প্রথম আলো ফোটার আগে থেকেই আশপাশের গ্রামগুলো থেকে মানুষ এসে ভরে তোলে মেলার চৌহদ্দি। কেউ আসে হেঁটে, কেউ আসে ভ্যানগাড়িতে, আর কেউবা সাইকেলের পেছনে ঝোলায় নতুন কেনা মাটির হাঁড়ি। বটতলার গাছের ছায়ায় বসতে শুরু করে দোকান। একপাশে মাটির খেলনার সারি, অন্যপাশে হরেক রকমের মিষ্টি। বাতাসে ছড়িয়ে পড়ে খাবারের ঘ্রাণ, যা শীতের সকালটাকে আরও সজীব করে তোলে। সকালবেলা অনেকেই মেলার মিষ্টি আর গরম রুটি দিয়ে নাস্তা সারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন