যা হলো এবারের ভেনিস উৎসবে

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪

মেলো-ড্রামা ধাঁচের সিনেমা করেন পেড্রো আলমোদোভার। তাঁর সিনেমায় উঠে আসে মা-সন্তানের সম্পর্ক, জটিল রোগাক্রান্ত ব্যক্তি, ট্রান্সজেন্ডার মানুষের গল্প। তবে সব ছাপিয়ে সম্পর্কের গল্প বলেন নন্দিত এই স্প্যানিশ নির্মাতা। দুই অস্কার, কান, বার্লিনসহ ঝুলিতে ছিল ভেনিস উৎসবের দুই পুরস্কারও। এগুলোর সঙ্গে এবার যুক্ত হলো ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। গত শনিবার রাতে উৎসবের ৮১তম আসরের সমাপনী আয়োজনে স্বর্ণসিংহ জিতলেন আলমোদোভার।


৭৪ বছর বয়সী নির্মাতার নতুন ছবি ‘দ্য রুম নেক্সট ডোর’ আগে থেকেই স্বর্ণসিংহ জেতার জন্য ‘হট ফেবারিট’ ছিল। ভেনিসে প্রদর্শনী শেষে ১৭ মিনিটের দাঁড়ানো অভিবাদনের পর অনেকে ধরেই নিয়েছিলেন ছবিটি বড় পুরস্কার জিততে যাচ্ছে। সেটাই হলো। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় সিনেমা বানিয়েছেন আলমোদোভার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও