অন্তর্বর্তীকালীন সরকারের একমাস : নতুন বাংলাদেশের প্রত্যাশায়
অন্তর্বর্তীকালীন সরকার একমাস ধরে ক্ষমতায় আছে। এই একমাসে ওদের কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়নি, উল্লেখযোগ্য কোনো বাধাবিঘ্ন আসেনি তাদের কাজে। কেউ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেনি বা এখনো কেউ সরকারকে পদত্যাগ করতে বলেনি।
যে পরিস্থিতিতে সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং যে রূপে সরকার ক্ষমতা গ্রহণ করেছে সেইসব কারণে কোনো রাজনৈতিক দল বা গ্রুপ বা ব্যক্তি ওদের প্রতি অসন্তোষ অনুভব করছে না। আর দেশের রাজনৈতিক শক্তিসমূহের মধ্যে বড় শক্তি, আওয়ামী লীগ ও ওদের মিত্ররা, ওরা তো সদ্য ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, ওদের দলের প্রধানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওদের শীর্ষ নেতারা হয় পালিয়েছে অথবা কারাগারে আছে।